নড়াইলে দুই মেম্বার গ্রুপের সংঘর্ষ, আহত ২১

 

নড়াইলের নোয়াগ্রামে গমের খেতে গরু ঢুকে পড়ায় দুই পক্ষের সংঘর্ষে ২১ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে আক্তার কাজী গ্রুপের কাজী সাগর হোসেনের (৪৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত আক্তার কাজী গ্রুপের অন্যরা হলেন—আক্তার কাজী (৪৮), কাজী মনি মিয়া (৪৫), কাজী সামাদ (৩৮), কাজী ইকলাস (৫০), কাজী সাবু (৩৮), কাজী সৈকত (৫৫), কাজী বিল্লাল (৫৫), কাজী রেজোয়ান (২০), কাজী আরিফ (৪৮), বিউটি বেগম (৫৫), কাজী সাকিব (২২)। এদিকে, অন্য গ্রুপের লোকেরা স্থানীয় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বর্তমান মেম্বর সাঈদ মিনা ও সাবেক মেম্বর আক্তার কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালের দিকে আক্তার কাজীর ভাই খোকা কাজীর গরু গ্রামে উত্তর মাঠে চরাতে দিয়ে আসে। একপর্যায়ে গরুটি প্রতিপক্ষের সাইদ মিনার খেতে ঢুকে পড়লে বিপত্তি ঘটে। এ সময় সাইদ মিনার ছেলে মনিরুল মাঠে কাজ করা অন্য পক্ষের লোকদের শাসায়। এতে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আক্তার কাজীর পক্ষের ১২ জন এবং সাইদ মিনা পক্ষের ৯ জন আহত হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post